রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইন-চার্জের নাগরিকবান্ধব সেবা ‘হ্যালো ওসি’

বিশেষ প্রতিনিধি,চাঁদপুর


চাঁদপুরের হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনির উদ্যোগে নাগরিকবান্ধব পুলিশি সেবা ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা মোড়ে এলাকার আইনী সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ‘হ্যালো ওসি’ কার্যক্রমের শুভ সূচনা করেন।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজের সম্মানিত সুধীজন,সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘হ্যালো ওসি’র মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



‘হ্যালো ওসি’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ইমান হোসেন বলেন,নি:সন্দেহে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।পুলিশ সম্পর্কে মানুষের যে নেতিবাচকতা ধারণা রয়েছে পুলিশের জনবান্ধব এসব কার্যক্রমের মাধ্যমে সেসব নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে মানুষ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে সমাজের নানান অসংগতি রোধে আরো সোচ্ছার হবে এটাই প্রত্যাশা।


‘হ্যালো ওসি’ কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথা বলছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ক্রাইম রিপোর্টকে বলেন,বিভিন্ন সময় আইনী সেবা বঞ্চিত মানুষ টাকা পয়সা লাগবে বলে থানায় এসে অভিযোগ করে না।আসলে থানায় এসে অভিযোগ করতে কোনো টাকা লাগে না।এলাকার আইনী সুবিধাবঞ্চিত  প্রান্তিক জনগোষ্ঠির মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের জনবান্ধব প্রয়াস হলো ‘হ্যালো ওসি’।যে কেউ যে কোনো মূহুর্তে চাইলেই তৎক্ষনাত আইনী সেবা পেতে আমাকে ফোন করতে পারবে।আমি আমার এলাকার মানুষের আইনী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 

Comments are closed.

More News Of This Category