মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সতর্কতা: বেনাপোলে ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


বাংলাদেশ ও ভারতে আবারও করানোভাইরাসে আক্রান্ত বেড়ে যাওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতফেরত সন্দেহভাজন যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন সহকারি চিকিৎসক থার্মাল স্কানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন।

বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ভারত থেকে ফেরা যাত্রীদের গতিবিধি লক্ষণসহ তাপমাত্রা দেখছেন তারা। তবে গত ২ দিনে কোনো করোনা আক্রান্তের রোগী পায়নি তারা।

উপসহকারি মেডিকেল অফিসার আব্দুল মজিদের নেতৃত্বে ৪ সহকারি চিকিৎসক বেনাপোল চেকপোস্টে দায়িত্বপালন করছেন বলে জানান পরিচর্যা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক হাসানুর।

 

Comments are closed.

More News Of This Category