চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রোববার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির নিজ বাড়ির ঘরে মজুত করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুতের সত্যতা পান এবং অভিযুক্তকে আটক করে মামলা রুজুর নির্দেশ দেন।
তবে গ্রেফতার হওয়ার আগে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রাখা হয়েছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ সবুজ জানান, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: মাহতাব উদ্দিনের সাথে মুঠোফোন কথা হয় এ প্রতিবেদকের। ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদ হতে বন্টন করার কথা থাকলেও চাল কেন ইউপি সদস্যের ঘরে গেল?আর আপনি কি এ দায় এড়াতে পারেন? এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন বলেন,আমার ইউনিয়ন পরিষদে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে ছাদ থেকে। যার কারণে চালগুলো ইউপি সদস্যকে দিয়ে দেন প্যানেল চেয়ারম্যান পরদিন বিতরণ করার জন্য।ইউপি সদস্য তাঁর ঘরে চাল রাখেন।
ক্রাইম রিপোর্টের অনুসন্ধানে জানা গেছে, এক নব্য ‘নেতা’র কারসাজিতে চাল ইউপি সদস্যের ঘরে রাখা হয়।যে নেতার কাছে ৮০ জনের একটা নতুন তালিকা ছিলো।এই তালিকা অনুযায়ী সে ‘নেতা’ পরে তাঁর পছন্দের লোকদের চাল বিতরণ করার কথা থাকলেও এতে আপত্তি করেন ইউপি সদস্য।
উল্লেখ্য,২০২৪-২০২৫ অর্থবছরে পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নে ৬৬ হাজার ৭৩ জন দরিদ্র মানুষের মধ্যে ১৬ হাজার ৬৬৫ জন কার্ডধারীর অনুকূলে ১৬৬ দশমিক ৬৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ২ হাজার ১১১জন কার্ডধারীর মধ্যে ২১ দশমিক ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।
এলাকার সচেতন মানুষজন দাবি করেন ইউপি সদস্যকে কৌশলে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।তিনি এমন কাজ করার মানুষ নয়।