মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ছাত্রলীগ নেতার ‘রহস্যজনক মৃত্যু’

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


নেত্রকোণার কলমাকান্দা উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) ভোররাতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় আকাশ কে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পথচারীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ছাত্রলীগ নেতা আকাশ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে।

মৃত্যুর পর থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার মূল রহস্য উদঘাটনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কি কারণে এমন মৃত্যু হয়েছে, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিষয়টি হত্যাকাণ্ড কিনা এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা সহ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাত্রলীগ নেতা আকাশ কলমাকান্দা উপজেলায় দারুল আরকাম মাদরাসায় শিক্ষকতা করতেন কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে চাকরি থেকে অব্যবহিত দিলে তিনি ময়মনসিংহে অবস্থান করতেন।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. লুৎফুর রহমান জানান, নিহত আকাশের বাড়ি নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামে।আকাশের স্ত্রী ময়মনসিংহে নাসিং এ চাকরি করতেন। যে কারণে তিনি ময়মনসিংহে বসবাস করতেন। শুনেছি আজ সকালে ময়মনসিংহ বাইপাসের পাশে তার মরদেহ পড়েছিল।

Comments are closed.

More News Of This Category