রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ প্রাইম ব্যাংক থেকে গ্রাহকের টাকা উধাও!

 

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের হাজীগঞ্জ প্রাইম ব্যাংকের শাখা থেকে দুই গ্রাহকের সঞ্চিত অর্থ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।এতে শহরজুড়ে চাঞ্চল্য আর গ্রাহকদের মাঝে আতংক বিরাজ করছে।
৩০ জুন সোমবার হাজীগঞ্জ বাজারস্থ প্রাইম ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,চলতি বছরের ১৫ জুন ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের মাসুদা বেগম নামে এক নারী প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। যার নং- (২১৮১২১৩০১*৬৬৬)এরপর একই দিন এক হাজার টাকা ডিপোজিট করেন।পরদিন ১৬ জুন আবার ব্যাংকে এসে এক লাখ ৩১ হাজার টাকা ডিপোজিট করেন।সর্বশেষ ঘটনার দিন ব্যাংকে টাকা উত্তোলন করতে এসে ঐ গ্রাহক জানতে পারেন তাঁর একাউন্টে কোনও টাকা নেই।
অপরদিকে চলতি বছরের ২২
জুন কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামের সুমি আক্তার নামে অপর এক নারী প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন।যার নং-
(২১৮১২১৪০*৬৬৯৯)।এরপর একই দিন এক লাখ ৩০ হাজার টাকা ডিপোজিট করেন।সর্বশেষ ঘটনার দিন ব্যাংকে টাকা উত্তোলন করতে এসে ঐ গ্রাহক জানতে পারেন তাঁর একাউন্টে কোনও টাকা নেই।



ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, উভয় গ্রাহকের বাড়ি দুই উপজেলায় হলেও একই মাসে তারা প্রাইম ব্যাংকে একাউন্ট করেন এবং ঐ দুই নারীর স্বামী মালয়েশিয়ায় থাকে। ওরা একে অপরের বন্ধু।এদের সঞ্চিত অর্থের পরিমানও একই।
প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে,টাকাগুলো সব বিকাশ এর মাধ্যমে ট্রান্সপার করা হয়েছে।ব্যাংক সংশ্লিষ্ট মিডিয়া উইং বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ ভূঁইয়া কোন বক্তব্য দিতে রাজি হননি প্রধান কার্যালয়ের ব্যাংক সংশ্লিষ্টদের নির্দেশে।

Comments are closed.

More News Of This Category