চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়ির এক যুবক ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ যুবকের নাম সালেহ আহমেদ (পাবেল)। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। তিনি বাড্ডা গ্রামের মৃত রহিম পাটওয়ারীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১ জুলাই) সকালে পাবেল ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ঐ যুবক গ্রামের কিছু লোককে জানায় সে ব্যক্তিগত কাজে ঢাকায় যাচ্ছে। পরে পরিবারের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য মেলেনি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ পাবেলের ভাই সবুজ বলেন, “আমরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ করছি। এখনো কোনো খোঁজ পাইনি। যদি কেউ তাঁর কোনো সন্ধান পান,আমাদের জানাতে অনুরোধ করছি।”যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেয়ে থাকেন, অথবা কোনো তথ্য থাকে, নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য 01811917703, 01811971468 পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।