চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে সবুজ (২০) নামের একজন সহ অজ্ঞাত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত স্বামী-স্ত্রী দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী একটি ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে সবুজ নামের এক যুবক নিহত হয়েছেন। চারজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।