শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিগারেট বিক্রি না করায় মুদি দোকানিকে হত্যা

ক্রাইম রিপোর্ট ডেস্ক


কুমিল্লার তিতাস থানার কানাই নগরে রোজায় সিগারেট বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে মো. মানিক (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১১টার দিকে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মানিক কুমিল্লার তিতাস থানার কানাই নগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।



নিহতের বড় ভাই হিরু মিয়া বলেন, ‘আজ দুপুরের দিকে আমার ছোট ভাই প্রতিদিনের মতো তাঁর মুদি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় সন্ত্রাসী বাহাউদ্দিন, নায়েব আলী, জালাল, ইয়াসিনসহ ৬/৭ দোকানে আসে। সন্ত্রাসী বাহাউদ্দিন আমার ছোট ভাইয়ের কাছে সিগারেট খেতে চায়। রমজান মাস বলে আমার ভাই দিনের বেলায় সিগারেট বিক্রিতে অসম্মতি জানিয়ে তাদের সন্ধ্যার পরে আসতে বলে। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাহাউদ্দিন আমার ভাইয়ের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

হিরু আরও বলেন, ‘আশেপাশের লোকজন দেখতে পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায়, আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Comments are closed.

More News Of This Category