শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল গাঁজা উদ্ধার

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


নাটোরের সিংড়ায় দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি সাজেদুর রহমান জানান, এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে আছে। এমন খবরে সেখানে হাইওয়ে পুলিশের একটি দল যায়। সেখানে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভেতর থেকে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারীরা সেখান থেকে পালিয়ে যায়।



তিনি আরও জানান, মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে চালক এবং মাদক বহনকারীদের আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

More News Of This Category