রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদেশী পিস্তলসহ ১৬ মামলার আসামী গ্রেফতার

 

কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লায় বিদেশী পিস্তলসহ ১৬ মামলার আসামি তকদীর হোসেন বুলেট ওরফে জলিলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বুলেট কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোয়েন্দা পুলিশ বুলেটকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেহ তল্লাশী করে ব্রাজিলের তৈরি ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল জব্দ করে। পরে তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বুলেটকে আদালতে পাঠানো হয়।

নাজমুল হাসান আরও জানান, বুলেটের বিরুদ্ধে আটটি মাদক, একটি অস্ত্র, দুটি ডাকাতি মামলা, দুটি দস্যুতা ও দুটি অন্যান্য অপরাধের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Comments are closed.

More News Of This Category