রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩২ বছর পালিয়ে থেকে অবশেষে শ্রীঘরে

 

আনোয়ার হোসেন মানিক,চাঁদপুর


৩২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না হাজীগঞ্জর লাবলুর।যাবজ্জীবন সাজা থেকে রক্ষা পেতে ৩২ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি লাবলু।

গত মঙ্গলবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ নারায়ণগঞ্জ থেকে ৫৫ বছর বয়সী লাবলুকে গ্রেপ্তার করে।লাবলু হাজীগঞ্জের ২ নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

বুধবার (৩০ আগস্ট) তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার পর তাঁর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা দেন।সাজা ঘোষণার পর থেকে লাবলু নাম-পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিল।

আইনের চোখ ফাঁকি দিয়ে এভাবে ৩২ বছর দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন তিনি।কিন্তু শেষ পর্যন্ত আইনের হাতে ধরা পড়তেই হলো লাবলুকে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ক্রাইম রিপোর্টকে বলেন, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

More News Of This Category