বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত

ক্রাইম রিপোর্ট ডেস্ক []চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুরর মড়লপাড়ার মো. কালুর ছেলে মিলন (২১) এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়ার আফসার হোসেনের ছেলে সেনারুল ইসলাম (২০)।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সোমবার রাত তিনটার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন বেশ কয়েকজন গরু ব্যবসায়ী যুবক। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সীমান্তেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হয়। পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশে আনলে প্রথমে মারা যান মিলন। এরপর আহত অবস্থায় রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান সেনারুল ইসলাম ।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার সীমান্তে রাখাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাদের গুলিতে মারা গেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত ২ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Comments are closed.

More News Of This Category