মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে তৈরি করে ভুল করেছিলেন ইন্দিরা গান্ধিঃ বিজেপি সাংসদ

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা ও সংসদ সদস্য নিশিকান্ত দুবে বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।’ সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে এ মন্তব্য করেন তিনি।

ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের এই সংসদ সদস্য বলেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহারকে খেসারত দিতে হচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদাভাবে তৈরি করা উচিত ছিল।’

এএনআই-এর পডকাস্টের পুরো ভিডিও এখনও প্রকাশ করা হয়নি। কেবলমাত্র টিজার পোস্ট করা হয়েছে, আর তাতেই দুবের এমন বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এদিকে নিশিকান্ত দুবের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুবের এমন মন্তব্য ইতিহাস বিকৃতি ও বাংলাদেশ-বিরোধী।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারক সাহা বলেন, পডকাস্টটির সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হলে হয়তো আরো কিছু বিস্ফোরক বক্তব্য সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে বিজেপি সংসদের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে এ ব্যাপারে সন্দেহ নেই। তিনি মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি হয়েছে সেখানে বিজেপি সংসদের এমন অপরিপক্ব মন্তব্য গভীর প্রভাব ফেলবে।

Comments are closed.

More News Of This Category