মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে আবহাওয়া দপ্তরের রেড এলার্ট

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


ভারতের দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বুধবার (১১ জুন) জারি করা এ সতর্কতা শুক্রবারও (১৩ জুন) বহাল থাকবে। এ সময় লোকজনকে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে অনুৎসাহিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশের বিভিন্ন আবহাওয়া কেন্দ্রে তীব্র তাপপ্রবাহের রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে চরমভাবাপন্ন আবহাওয়ার খবর আসতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল।

আর্দ্রতা বিবেচনা করলে গরম অনুভূতি আরও প্রবল। তাপ সূচকে যা উদ্বেগজনকভাবে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

ওই দিন বিকেল ৫.৩০ মিনিটে আয়নগরে ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা সবচেয়ে উষ্ণ। তারপরে পালামে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, রিজে ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পিতমপুরায় ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, লোদি রোডে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ময়ূর বিহারে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের বেস স্টেশন সফদরজংয়ে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তাপ সূচক ৫০ অতিক্রম করার বিষয়ে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে গরমের অনুভূতি ওঠানামা করে। এই মানগুলোর পরিবর্তনের ওপর ভিত্তি করে সারা দিন ধরে তাপ সূচক পরিবর্তিত হয়। তবে ভারতের পরিস্থিতির জন্য তাপ সূচক যাচাই করা হয় না এবং এর কোনো সরকারি রেকর্ডও রক্ষণাবেক্ষণ করা হয় না।

আইএমডি আরও জানিয়েছে, দিল্লি এবং বিচ্ছিন্ন স্থানে তাপপ্রবাহের ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তিনটি স্টেশনে তাপপ্রবাহের জটিল পরিস্থিতির খবর পাওয়া গেছে। তবে আজ কেবল একটি স্টেশন আয়ানগরে এই পরিস্থিতির রেকর্ড করা হয়েছে।

আজ পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ জুন) থেকে ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি বুলেটিনে বলা হয়েছে, এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। যার ফলে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ভারতে তাপপ্রবাহের ফলে রেড অ্যালার্ট সর্বোচ্চ স্তরের সতর্কতা। এ সময় বাসিন্দাদের জরুরি পদক্ষেপ নিতে, বেশি বেশি পানি পান, সরাসরি সূর্যের আলো এড়ানো এবং বাইরের চলাচল সীমিত করার নির্দেশনা মানতে উৎসাহিত করা হয়।

Comments are closed.

More News Of This Category