মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইসরায়েল একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং তেহরান যেন এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্য না করে—সে বিষয়ে সতর্ক করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল

এক বিবৃতিতে রুবিও বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো অঞ্চলজুড়ে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা। ইসরায়েল আমাদের জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন আমাদের বাহিনীগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ কার্যক্রম থামাতে তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘রাইজিং লায়ন’।

জানা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক কর্মসূচিতে যুক্ত বিজ্ঞানীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। এর জবাবে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে দাঁড়িয়ে আছি।

তিনি আরও বলেন, নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক বোমা নির্মাণে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান আরও কয়েক দিন চলবে।

Comments are closed.

More News Of This Category