বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনার দামে রেকর্ড!

ক্রাইম রিপোর্ট ডেস্ক


দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড হয়েছে। নতুন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২৫ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে।

এতে এই ক্যাটাগরির সোনার ভরির নতুন মূল্য ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।

গতকাল বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার এই নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা করা হয়েছে।তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Comments are closed.

More News Of This Category