সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্লামা লুৎফুর রহমান আর নেই

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩ মার্চ ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বিষয়টি নিশ্চিত করেছেন।
আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।ব্যক্তি জীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের বাবা ছিলেন ।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারী সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। পরে স্বজনরা তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় প্রখ্যাত এই আলেমকে।

তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ছিলেন। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।

Comments are closed.

More News Of This Category