সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

 

ক্রাইম রিপোর্ট (ডেস্ক রিপোর্ট)


কেজি প্রতি এলপি গ্যাসের দর ১০৭.০১ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা। অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮.৮৭ টাকা।১২ কেজির সিলিন্ডারে ১৪৪ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের দর ছিল এক হাজার ১৪০ টাকা। আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২ দশমিক ১৭ টাকা।

সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

Comments are closed.

More News Of This Category