বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

 

রাজবাড়ী সংবাদদাতা


প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজবাড়ীতে ছাত্রলীগের চারজন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রনি খান, গোয়ালন্দ পৌর শাখার প্রচার সম্পাদক নাফিজ কবির শিশির, রাজবাড়ী পৌর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুদ্র মাহাম্মুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এ সংগঠনের নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সাংগঠনিক পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশের জের ধরেই ছাত্রলীগের এ চারজন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Comments are closed.

More News Of This Category