রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৪

 

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে তাঁদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আলীপুর গ্রামের তফাদার বাড়ির মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির সেলিম মুন্সি (৬৫),মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।



এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

More News Of This Category