মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

 

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে

এ বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, ‘বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে কোনো বিএনপি সমর্থকরা হামলা করতে পারেন না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা গণমিছিল করেন। এসময় রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশের টহল বাড়ানো রয়েছে।’

Comments are closed.

More News Of This Category