চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে
এ বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, ‘বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে কোনো বিএনপি সমর্থকরা হামলা করতে পারেন না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা গণমিছিল করেন। এসময় রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশের টহল বাড়ানো রয়েছে।’