শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী

বিশেষ প্রতিবেদক 


চাঁদপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে এবার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করেছ সরকার।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়,‌ ‌’জেলা পরিষদ আইন, ২০০০ (জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত) এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে দেশের ৬১টি জেলা পরিষদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো :’।

মেয়াদ পূর্ণ হওয়ায় গত সপ্তাহে চাঁদপুরসহ দেশের ৬১ জেলার নির্বাচিত পরিষদ বাতিল ঘোষণা করে সরকার। এরপর জেলা পরিষদের প্রধান হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অন্তবর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়েছিল।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন তিনি।

 

 

Comments are closed.

More News Of This Category