শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে আলু আসছে

ক্রাইম রিপোর্ট ডেস্ক


আলুর অস্থিতিশীল বাজার সামাল দিতে আমদানির অনুমতিকৃত আলু দেশে আসতে শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ৭৭ টন আলু দেশের বন্দরে প্রবেশ করেছে বলে কৃষি মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের গোর ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি আলু আমদানি করেছে বলে জানা গেছে। তাদের আমদানি খরচ কত পড়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি।

গোর ইন্টারন্যাশনালের প্রতিনিধি সালাহউদ্দিন বলেন, আমাদের দুই ট্রাক আলু সোনা মসজিদ বন্দরে এসে পৌঁছেছে। এখন কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে এই আলু আমরা বুঝে নেব।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে তিন দিনে এক লাখ সাত হাজার টন আলু আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।


ভারত থেকে ট্রাকভর্তি আলু আসছে


আমদানির অনুমোদন পাওয়া আরহাম নিটেক্সের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, আমরা আমদানির প্রক্রিয়া শুরু করেছি। আমদানিতে ৩৩ শতাংশ শুল্ক রয়েছে। আমরা বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে আমদানি শুরু করব।

রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের বাজারে প্রতিকেজি আলু এখন ৬০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর পাশের দেশ ভারতে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২০ রুপিতে।

অথচ চলতি বছরের শুরুতে বাংলাদেশের ব্যবসায়ীরা ১৩ হাজার টন আলু রপ্তানি করেছিলেন। বার্ষিক প্রায় ৮০ লাখ টন চাহিদার বিপরীতে গেল মৌসুমে এক কোটি ১১ লাখ টন আলু উৎপাদিত হয়েছিল বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

Comments are closed.

More News Of This Category