-
- বিনোদন
- সংসার ভাঙছে শিল্পা শেঠীর!
- Update Time : মার্চ, ২৪, ২০১৯, ৫:২০ অপরাহ্ণ
- 748 View
ক্রাইম রিপোর্ট ডেস্ক :বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর সংসার ভাঙছে! শিল্পপতি রাজ কুন্দরকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা। দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি টানতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ভারতের গণমাধ্যমে শিল্পার বিচ্ছেদ নিয়ে বলা হচ্ছে, স্বামী রাজ কুন্দরের সঙ্গে ঝামেলা চলছে শিল্পার। সম্ভবত আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের।
এই ঘটনার শুরু হয় মূলত গত সপ্তাহে, যার নেপথ্যে রয়েছেন অনুরাগ বসু। সুপার ড্যান্সার ৩-এর সেটে শিল্পার ফোন নিয়ে তার মা সুনন্দা শেঠীকে একটা ম্যাসেজ করেন অনুরাগ। যেখানে লেখা ছিল শিল্পা রাজ কুন্দরকে ডিভোর্স দিতে চলেছেন। ঘটনাটি নিছক মজার ছলে হলেও আসলেই ভালো নেই শিল্পা-রাজের সংসার। ভারতের গণমাধ্যমের মতে, শিল্পার স্বামী রাজের বেশিরভাগ সময় কাটে ব্যবসা নিয়ে। তার অফিসে অন্য নারীর অনুপ্রবেশও বেড়েছে বলে ধারণা শিল্পার। এ থেকেই সন্দেহের শুরু এবং এ কারণেই মূলত তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর পরিণতিতে দুইজনের বিচ্ছেদ পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
More News Of This Category
Leave a Reply