মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা জাহিদ হাসান হাসপাতালে

 

ক্রাইম রিপোর্ট ডেস্ক


চার দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। হঠাৎ করে অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন (গত শুক্রবার) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো আছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

তিনি জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে আসা হয়। এখন শরীর আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

চিকিৎসকের বরাত দিয়ে সাদিয়া ইসলাম মৌ গণমাধ্যমকে বলেন, ‘উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে।

এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

এদিকে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

Comments are closed.

More News Of This Category