রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সামাজিক সংগঠন দিশারী’র উদ্যোগে টংগীরপাড় হাই স্কুলে অভিভাবক সমাবেশ

 

অভিভাবক সমাবেশে আমন্ত্রিত অতিথীগণ।

ডেস্ক রিপোর্ট []চাঁদপুরের হাজীগঞ্জে টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন  দিশারী সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে গত ২৭ এপ্রিল এক ‘অবিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক সমাবেশে উপস্থিত এলাকার গণ্যমান্যবর ব্যক্তিবর্গ।

সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশুর সভাপতিত্বে এ ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতার অযুহাতে অনুপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলে বলেন,বিদ্যালয়ে ভূমি দাতা সদস্য এডভোকেট মকবুল আহমেদ চৌধুরীর হাতে গড়া এই শিক্ষা  প্রতিষ্ঠান এখন লুটেরাদের কাছে জিম্মি।একসময়ের নামীদামী এই শিক্ষা প্রতিষ্ঠান এখন লুটেরাদের দখলে।১৫ শ ১৬ শ শিক্ষার্থী এখন আর এই বিদ্যালয়ে নেই ,আছে ৪/৫শ শিক্ষার্থী।দিনের পর দিন লুটেরাদের কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় দুর্নামের কারনে শিক্ষার্থীদের সংখ্যা কমে আসছে ।বিদ্যালয়ের ফান্ডের টাকা লুটপাট থেকে শুরু করে ১৪১ টি গাছ কেটে টাকা আত্মসাৎ,শিক্ষকদের ১৮ মাসের বেতন তুলে খাওয়া সহ  অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আলমগীর চৌধুরী নামে  স্থানীয় এক  প্রভাবশালীর বিরুদ্ধে।এরা এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিনত করেছেন।এদের বিরুদ্ধে কেউ অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না।এ ব্যাপারে হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার শিক্ষার্থীদের অবিভাবকগণ ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,বিদ্যালয় পরিচালনা কমিটির বৈধ সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী।তিনি বলেন,এ বিদ্যালয় থেকে প্রভাবশালী লুটেরাচক্রকে তাড়িয়ে বিদ্যালয়ের পুরনো সুনাম ফিরিয়ে আনতে এলাকার সংসদ সদস্য মহোদয়ের হস্তক্ষেপ একান্ত কাম্য।লুটেরা দুর্বৃত্তের হাতে শত শত শিক্ষার্থী অবিভাবক ও একটি শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি থাকতে পারে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য,প্রভাবশালী  আলমগীর চৌধুরীর বড় ভাই আশিক এলাহী চৌধুরী,মনির হোসেন পাটওয়ারী,বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা,মিলাদ হোসেন মুন্সি,প্রাক্তন ছাত্র আজিজুর রহমান ভুঁইয়া,এলাকার মানুষের আস্থার ঠিকানা ছাত্রনেতা রাসেল মজুমদার,অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম রিপোর্ট এর সম্পাদক সিনিয়র সাংবাদিক বেলায়েত সুমন, বিল্লাল হোসেন মজুমদার,প্রাক্তন শিক্ষার্থী প্রভাষক মো: হান্নান ভুঁইয়া,জহিরুল ইসলাম,হিউম্যান রাইটস এক্টিভিটিস ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ ইমান হোসেন প্রমুখ।

Comments are closed.

More News Of This Category