বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গবেষণায় অনুদান পেলেন বরিশালের আরও দুই শিক্ষক

বিশেষ প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক গবেষণা প্রকল্পে ৪ লক্ষ ৯৪ হাজার টাকা অনুদান পেলেন।২০২১-২২ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গবেষণার জন্যে Investigation of Popular Folk Culture of Barishal and Planning Preservation Policy বিষয়ে এ অনুদান প্রদান করা হবে। গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
ছয় মাসের প্রজেক্টে এ গবেষণায় নেতৃত্ব দিবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার। সাথে থাকবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।
গবেষণা বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়ছার বলেন, গবেষনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে অবদান রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে অনু পরিমান ভূমিকা রাখতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।

Comments are closed.

More News Of This Category