চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ভিজিডির ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে এক ব্যক্তি গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বাসা থেকে চাল নিয়ে বের হতে দেখে। পরে বসতঘরের ভিতরে প্রবেশ করে ৫০ কেজি ওজনের বস্তাগুলো দেখেন।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা জানান,চালগুলো ভিজিডির। সে এগুলো ক্রয় করে রেখেছেন বিভিন্ন কার্ডধারী থেকে।সেখান থেকেই ৬ বস্তা চাল বিক্রয় করেছে স্বপন সাহা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন,ঘটনাস্থলে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে সত্যতা পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রাম পুলিশ স্বপন সাহার বিরুদ্ধে।
চালগুলো ভিজিডির বলেও জানান ইউএনও।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ১৬৮ কার্ডের অনূকুলে ভিজিডির পাঁচ মাসের চাল একসাথে বিতরণ করা হয়। প্রত্যেক কার্ডধারীকে ১৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে।যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করার কথা ছিলো।
চেয়ারম্যান মজিবুর রহমান আরও জানান,ভিজিএফের চাল ১০ কেজি হারে ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করেছি।কিন্তু বিভিন্ন মিডিয়ায় এ চালকে ভিজিএফ চাল বলে বিভ্রান্তি ছড়াচ্ছে যা মোটেও কাম্য নয়। ভিজিডির যে চালগুলো স্বপন সাহার ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো স্বপন সাহা বিভিন্ন কার্ডধারীর কাছ থেকে কিনে রেখেছেন বলে এলাকার অনেকেই আমাকে জানিয়েছেন চাল উদ্ধারের পরে। আমার ইউনিয়ন পরিষদে চাল বিতরণে অনিয়ম হওয়ার কোনও সুযোগ নেই।