বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জের শাড়াশিয়ায় সম্পত্তি নিয়ে বিরোধ, মারামারিতে আহত ৬ 

বিশেষ প্রতিবেদক,চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের   শাড়াশিয়া গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উভয় পক্ষের মারামারিতে ৬ জন আহত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার শাড়াশিয়া গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন – শাড়াশিয়া হাজী বাড়ীর মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ জাবেদ (২৬),মোঃ রাফায়েত (২২),মোঃসাব্বির হোসেন (২৪),আইয়ুব আলীর স্ত্রী জাকিয়া বেগম (৬০),নাছিমা আক্তার নাছু (৩৫)।একই ঘটনায় আইয়ুব আলীর বড় ভাই আবুল বাশারের বড় ছেলে মনির (৩২) আহত হয়েছে।

জানা গেছে,ঘটনার দিন শাড়াশিয়া গ্রামের আইয়ুব আলীর পূত্র ও আইয়ুব আলীর ভাই আবুল বাশারের পূত্র স্থানীয় বিএনপি নেতা মনিরের সাথে সম্পত্তিগত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনির প্রধানীয়া তাঁর আপন চাচা আইয়ুব আলীর ঘরে ঢুকে আইয়ুব আলীর স্ত্রীসহ আইয়ুব আলীকে মারধর করে  ঘরে ভাংচুর করে।এতে আইয়ুব আলীর স্ত্রীর ডান হাতের হাড় ভেঙে যায়।


আইয়ুব আলীর স্ত্রীর ভাঙা ডান হাতের ফটো।


বর্তমানে আইয়ুব আলীর স্ত্রী জাকিয়া বেগম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ  ঘটনার সূত্র ধরে আইয়ুব আলীর ছেলেদের সাথে মনিরের আরেকদফা মারধরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হয়। বর্তমানে উভয়পক্ষের আহত লোকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আইয়ুব আলীর আহত স্ত্রী


এ ঘটনায় হাজীগঞ্জ থানায় আইয়ুব আলীর পূত্র মোঃ জাবেদ একটি লিখিত অভিযোগ দেন।অভিযোগ সূত্রে জানা গেছে,আইয়ুব আলীর পরিবারের সাথে তাঁরই আপন ভাই আবুল বাশারের সাথে পূর্ব বিরোধ ছিল।
অপরদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,আইয়ুব আলী আর আবুল বাশার দুজনই আপন ভাই।আইয়ুব আলীর সাথে তাঁর আপন ভাই আবুল বাশারের সম্পত্তিগত পূর্ব বিরোধ ছিলো। আইয়ুব আলীদের তিন ভাইয়ের নামে পৈত্রিক সম্পত্রির রেজিষ্ট্রি দলিল থাকলেও আবুল বাশারের মাঠে ৩৩ শতাংশ জায়গা নিজের নামে ছিল কিন্তু অপর ভাই আইয়ুব আলীর নামের জায়গাও আবুল বাশারের নামে রেকর্ড হয়ে যাওয়ার পর আবুল বাশার তাঁর ভাই আইয়ুব আলীর পৈত্রিক সূত্রে পাওয়া  জায়গা বুঝিয়ে না দিয়ে এলাকায় শালিস দরবার করে।শালিসে কোনও সুরাহা না হলে সম্পত্তিগত বিরোধের ঘটনা আদালতে যায়।আইয়ুব আলী তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে চাষাবাদ সহ বেচাবিক্রি করতে গেলেই তাঁর বড় ভাই আবুল বাশার জায়গা বুঝিয়ে না দিয়ে আইয়ুব আলীর সাথে বিরোধে লিপ্ত থাকার অভিযোগ উঠে।
সেই ঘটনার জেরে দুই ভাইয়ের ছেলেদের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চাচাতো ভাইসহ প্রতিবেশিরা মারাত্মকভাবে আহত হয়।

আইয়ুব আলীর ছেলে আহত সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন


মনিরের বাবা আবুল বাসার জানান, আমার বড় ছেলে মনির মারামারির ঘটনায় আহত হয়।বর্তমানে সে কুমিল্লায় চিকিৎসাধীন।


আহত আবুল বাশারের ছেলে বিএনপি নেতা মনির প্রধানীয়া

ছোট ভাই আইয়ুব আলী জানান,আমিসহ আমার স্ত্রী ও  তিন ছেলেকে আমার ভাইয়ের ছেলে মনির বাঁশ,দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। আমার স্ত্রীর ডান হাত ভেঙে টুকরো হয়ে যায়। আমার ছেলে সাব্বিরকে পিটিয়ে মারাত্মক ফুলা জখম করে মনির। আমার অপর দুই ছেলে সহ আমাকে পিটিয়ে আহত করে। যার প্রমাণ আমাদের শরীরেই আছে।

আহত আইয়ুব আলীর ছেলে রাফায়েত

এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহল আইয়ুব আলীর ছেলে সাব্বিরকে কথিত সমন্বয়ক সাজিয়ে অপপ্রচার করলেও সাব্বির হাজীগঞ্জের কোনও সমন্বয়কদের দলে নেই বলে জানা গেছে।মিডিয়া ট্রায়ালে সাব্বিরকে সমন্বয়ক সাজিয়ে একটি মহল এলাকায় মব সৃষ্টির পায়তারা করছে বলে জানা গেছে।যদিও সাব্বির গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাব্বির হোসেনর বোন জানান,পারিবারিক পূর্ব বিরোধকে  কেন্দ্র করে মারামারি, আমাদের পরিবারের ও চাঁরজন আহত হয়েছে তারা চাঁদপুর হাসপাতালে ভর্তি আছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,মনির বিএনপির স্থানীয় নেতা।বিয়ের আগে এলাকায় তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের পূর্ব রেকর্ড রয়েছে।সে দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতার পট পরিবর্তনের পর এলাকার মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তোলার অভিযোগ উঠেছে।
অপরদিকে নিজের আপন চাচাতো ভাই সাব্বিরকে সমন্বয়ক হিসেব উপস্থাপন করা হয়েছে মারামারির ঘটনায় আহত মনিরের ইন্ধনেই এমন অভিযোগ ভুক্তভোগী আইয়ুব আলীর পরিবারের।
একটি স্বার্থান্বেষী চক্র এ পারিবারিক ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার অভিযোগ উঠেছে।এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Comments are closed.

More News Of This Category