বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে দিনমজুরকে জবাই করে হত্যা

 

ইশরাত জাহান কনক,শাহরাস্তি (চাঁদপুর)


চাঁদপুরের শাহরাস্তিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ ২০২৫) রাত ৮ টার পর চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে জবাই করে হত্যা করা হয়।সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮ টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসার ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে হত্যার দৃশ্য দেখতে পাই।

খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসার গেইট বন্ধ ছিলো, ছাদে ওঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে ওঠা যায় বলে ধারণা করছেন।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

Comments are closed.

More News Of This Category