বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
 শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হল- চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মাইমুনা, ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছরের ছেলে জুনায়েদ।
মিরাজের পরিবার জানায়, শনিবার সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়।সেখান থেকে হাসপাতালে নেয়া হয়। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।মাইমুনার পরিবারের লোকজন একই কথা বলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনটি শিশু তাদের বাড়ির আঙিনায় খেলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা।

Comments are closed.

More News Of This Category