বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননীর মৃত্যু

 

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নিজ ঘরে বিদ্যুৎপৃষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও নিহতের স্বজনরা জানান, সুইচবোর্ড থেকে বিদ্যুতের তার টিনের বেড়ায় লেগেছিল। বেড়ায় লাগোয়া চালের ড্রাম থেকে চাল আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি ঝলসে যান। বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শিল্পী আক্তার মারা যান। এ সময় বাসায় কেউ ছিল না।


 


পরে লোকজন তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন।

উল্লেখ্য, শিল্পী আক্তারের দুই সন্তান রয়েছে। তার স্বামীর নাম আব্দুল সাত্তার।

Comments are closed.

More News Of This Category