বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ডাম্প ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের দক্ষিণ গেইটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন জানান,তানভীর তাঁর বাসার সামনে সড়কের গতিরোধকের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি তানভীরকে চাপা দেয়।এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
স্থানীয়রা জানান,নিহত তানভীরের বাবা মো.আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক অফিসে চাকরী করেন।তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়।উপজেলা পরিষদের সামনে হাসনাতের ভাড়া বাসায় থাকেন আরিফ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালকসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

More News Of This Category