বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি মিয়ারবাজার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটওয়ারী ওই বাড়ির মৃত কলিমুল্লাহ পাটোয়ারীর ছেলে এবং সে চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল ব্যবসায়ী।
নিহতের বড় বোন রাজিয়া, নাছিমা ও ছোট বোন আমেনা জানান, তাদের খালতো ভাই মাইনুদ্দিন পাটোয়ারী গংদের সঙ্গে দীর্ঘদিন বাড়ির একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে নিহত ইউসুফ পাটোয়ারী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেলওয়ে হকার্স মার্কেটে মোবাইলের দোকানে আসার পথে খালাতো ভাই মাইনুদ্দিন, তার ছেলে রমজান, রবিউল, রহিম ও মাইনুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম মিলে পথিমধ্যে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা, ঘাড়ে এবং শরীরের বিভিন্নস্থানে কোপ দিলে সে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে বড় ইব্রাহিম পাটওয়ারী এগিয়ে গেলে তার ওপর হামলা চালানো হয়।পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। এছাড়া নিহতের বড় ভাই ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।



চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আমিনুল ইসলাম সুমন জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার মাথা, কপাল, ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি আহত ইব্রাহিম মিয়ার শরীরের বিভিন্নস্থানে একাধিক ছুরিঘাতের চিহ্ন পাওয়া যায়। যার কারণে তার অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।
এদিকে, ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাইনুদ্দীন, তার স্ত্রী হাজেরা বেগম ও ছেলে রমজানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে থানায় নিয়ে এসেছি।এদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

More News Of This Category