বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪

 

ক্রাইম রিপোর্ট (ডেস্ক রিপোর্ট)


রাজধানীর মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে ৭ বছরের লিমা ও তার বাবা-মা। তাদের বাঁচাতে গিয়ে মারা গেছেন আরও এক তরুণ। তবে মৃত্যুর মুখ থেকে ফিরেছে ওই দম্পতির ৭ মাসের শিশু হোসাইন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে। মর্মান্তিক এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখেও বিদ্যুতের ভয়ে কাছে যায়নি কেউ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে মিরপুর ১ নম্বরের শিয়ালবাড়ী এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মায়ের বাসা থেকে পরিবারের সবাইকে নিয়ে নিজ বাসায় ফিরছিলেন গৃহবধূ মুক্তা বেগম। কিন্তু ঘরে আর পৌঁছাতে পারেননি তিনি। চিড়িয়াখানার শিয়ালবাড়ী ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মুক্তা বেগম, তার স্বামী মিজানুর ও ৭ বছরের মেয়ে লিমা।

তিনজনকে পানিতে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে দেখে সাহায্যের জন্য ছুটে যান এলাকার তরুণ মোহাম্মাদ অনিক। কিন্তু বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনিও। তবে বেঁচে আছে মুক্তা-মিজানুর দম্পতির ৭ মাসের শিশু হোসাইন। বাবার কোল থেকে পড়ে শিশুটি পানিতে ডুবতে ডুবতে ভেসে যাওয়ার সময় টেনে তোলেন এক তরুণ। তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে গুরুতর অবস্থায় শিশুটিকে নিয়ে দ্রুত ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চারজনের মরদেহ ঘণ্টাখানেক পরই সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে ভিড় করেন মিরপুর ঝিলপাড়ের অসংখ্য মানুষ। সুরতহালসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিরপুর মডেল থানা-পুলিশ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Comments are closed.

More News Of This Category