বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদপুরের মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এসআই ফরিদগঞ্জের নুরুল ইসলাম

আনোয়ার হোসেন মানিক,প্রধান প্রতিবেদক (ক্রাইম)


চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন ফরিদগঞ্জ থানার সাহসী এসআই নুরুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই নুরুল ইসলাম।

পুলিশ সুত্রে জানা গেছে, আগস্ট মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এস আই নূরুল ইসলাম এ সম্মাননা পেয়েছেন।

জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়ে এসআই নুরুল ইসলাম ক্রাইম রিপোর্টকে বলেন, চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) স্যারের দিকনির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল স্যারের সার্বিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান,সবার সহযোগিতায় ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে থাকবে।

Comments are closed.

More News Of This Category