বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বিজয়পুর লেভেল ক্রসিয়ে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

 

 বিশেষ প্রতিবেদক 


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিয়ে ট্রেনে কাটা পড়ে তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।নিহতরা বিজয়পুর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত তিন শিক্ষার্থীর নাম মিম,তাসফিয়া ও রিমা।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, তিনজন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Comments are closed.

More News Of This Category