হাজীগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি[]
চাঁদপুরের হাজীগঞ্জের ২৭টি পূজা মণ্ডপে চলতি বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষার্থে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূজা চলাকালে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক অর্পিত দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সুষ্ঠ ও সুন্দর ভাবে পূজা উদযাপন করার লক্ষে।এছাড়া পূজামণ্ডপে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে
পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হাজীগঞ্জ থানার স্টাফদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওসি মোঃ আলমগীর হোসেন রনি
থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি ক্রাইম রিপোর্টকে জানান,পূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আমরা সকল পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি।পূজায় শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাত দিন ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি।
ব্রক্ষবৈবর্ত পুরাণ-এ কৃষ্ণকে দুর্গাপূজার প্রবর্তক বলা হয়েছে। বিভিন্ন দেবদেবীরা কিভাবে দুর্গাপূজা করেছিলেন, তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায়। তবে এই প্রসঙ্গে কোনো পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা এই পুরাণে দেওয়া হয়নি। বলা হয়েছে: