-
- অর্থনীতি
- রেমিট্যান্সের নতুন রেকর্ড!
- Update Time : জুন, ৪, ২০১৯, ৮:৫৫ পূর্বাহ্ণ
- 459 View
কামাল হোসেন
মে মাসেে রেমিট্যান্সপ্রবাহে নতুন রেকর্ড হয়েছে। এ সময়প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত জানুয়ারিতে। ওই সময় ১৫৯ কোটি ৭২ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
চলতি ২০১৮-১৯ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৬ কোটি ডলার; যা গত অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৭৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪৯৮ কোটি ডলার, যা ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রবাসীরা ২০১০-১১ অর্থবছরে ১ হাজার ১৬৫ কোটি, ২০১১-১২ অর্থবছরে ১ হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ও ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৪২২ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠান। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ২০১৪-১৫ অর্থবছরে। ওই বছর প্রবাসীরা ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার মূল্যের অর্থ দেশে পাঠিয়েছেন। এর পর ২০১৫-১৬ অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহ কমে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ডলারে নেমে আসে। ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ও ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। আর চলতি অর্থবছরের নয় মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৮৬ কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে ডলারের তেজি ভাব ও হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে রেমিট্যান্সের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। আর মে মাসে রোজা ও ঈদ উপলক্ষে পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মে মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৫ লাখ ডলার। দেশের ৫৭টি ব্যাংকের মাধ্যমে এ রেমিট্যান্স আসে।
বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে তাদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। জিডিপিতে রেমিট্যান্সের অবদান প্রায় ১২ শতাংশ।
রেমিট্যান্সের এ প্রবৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের স্থিতিও সন্তোষজনক। গতকাল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রাবাজারে এদিন ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৫০ পয়সা।
More News Of This Category